কবিতা:হুঁশিয়ার ফুল-কলি -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 20, 2021
হুঁশিয়ার ফুল-কলি
জান্নাতুল ফীরদাউসী
দৃশ্যে নূর অদৃশ্যে গুটগুটে অন্ধকার,
পোষাকে সাধু অন্তরে ভন্ড সরকার!
ভুলের রাজ্যে ভুল নিত্য কারবার,
সহসা ভুলে অবনী পুড়ে ছাড়খাড়।
আবেগে বিবেক ভাসালে সন্ধায়,
বিদ্যাও বোঝা, জানে কাকবন্ধায়!
চারপাশে রস-রহস্যে বহু ঘটনা,
তবু সুশীলসমাজ বলে সব রটনা!
বাল্য-বিবাহ হল দন্ডণীয় অপরাধ,
তবে সব বয়সে অভিসারে সাধুবাদ!
প্রহসনের নাটকে বন্দী শিষ্টাচার,
আধুনিকতায় ভোলে ধর্মীয় আচার!
ফুল-কলি ছিড়ে চিবায় হায়নার দল,
হিংস্রউল্লাসে আসে ভেসে ধুতরাফল!
আকারে মানুষ ভিতরে জানোয়ার ভিত্তি,
কঠিন জবাবে বিনাশ করো সবে এই কৃত্তি!

Add to favorites
572 views