কবিতা: আজব বাঙালী -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 22, 2021
আজব বাঙালী
জান্নাতুল ফীরদাউসী
আজব বাঙালী ২১শে ফ্রেব্রুয়ারী ভাষার প্রেমে
হাবুডুবু খায় ,
শহীদ মিনারে ফুলের স্তুপ দিয়ে শহীদের শ্রদ্ধা জানায়,
তবে ভাষার বিকৃতি নিয়ে তাদের চেতনার আকাশ পরিস্কার তা কদাচিৎ দেখা যায়,
হায় বাঙালী ভাষা দিবসে শহীদের রেসপেক্ট করতে
ফ্লাওয়ার নিয়ে খালি পায় রেলী নিয়ে শ্রদ্ধায় ফুল দিয়েই ,তারা যায় কফি শপে,ক্লাবে, নাইট ক্লাবে সেই ইনজয় হয় রিমিক্স ভাষায়, রিমিক্স গানে।
কনক স্রোতে স্যাঁতস্যাঁতে হাটার পথ,
রক্তে লাল শিমুল,পলাশ কৃষ্ণচূড়ার ডাল!
পাখিদের কোলাহল হঠাৎ থমকে গেলো,
গুলির আওয়াজে ভয়ংকর গোলমাল।
ঢলে পড়লো রফিক,সালাম,জব্বার, বরকতসহ
নাম জানা অজানা কত তাজা প্রাণ!
কারন একটাই মায়ের ভাষা বিলীন যেন না হয়,
বিলীন যেন না নিজের ভাষার অস্তিত্ব!
অন্যের ভাষার ভীষণ চাপে নিজের ভাষা যেন,
কষ্টে বুকের ভেতর ফুঁপিয়ে না কাঁদে।
সারাক্ষণ যেন ভিতরে ভিতরে ভিতরে হাসফাস
করতে না হয়,
যেন কখনো বলতে না হয়, যদি প্রাণখুলে একটু কথা বলতে পারতাম।
যেমনটা বলে অনেক প্রবাসীরা,
প্রবাসীরা হৃদয়ের গভীর থেকে টের পায় প্রাণখুলে নিজের ভাষায় কথার গুরুত্ব।
এজন্যই বোধহয় ,একজন প্রবাসী নিজের দেশের মানুষ পেলে ঈদের খুশি অনুভব করে ,
অথচ আমরা দেশটাকে বৈদেশ বানাতে কতই না ব্যস্ত সময় পার করছি।
এদেশে ইংলিশে করে মেধার মূল্যায়ন ,
তাই পয়সাওলারা বাচ্চাদের জন্ম থেকে বাংলার বদলে ইংলিশ শিখায় ,
আর প্রবাসীরা যে ভাষার দেশে থাকুক সন্তানকে বাংলার শিক্ষা দেয়।
হা হা সত্যি না হেসে পারলাম না আজব বাঙালী!
এসো ফিরে চেতনায় ,
চলো বাংলা ভাষার মধুতে যাদু করি সব,
ভাষার বিকৃতি রুক্ষে দিতে গর্জে উঠি,
কলমে ও বাস্তবতায়।
এসো ভাষাকে মন থেকে ভালোবাসি
কারন ভাষা স্রষ্টার দেয়া অনেক বড় নিয়ামত,
ভাষাকে সুন্দর ও শুদ্ধভাবে উপস্থাপন করাও
স্রষ্টার আদেশ,
জানতে পড় সূরা বাক্বারার ৮৩আয়াত।
ভালোবাসি খুব ভালোবাসি মাতৃভূমি ও মাতৃভাষাকে,
অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা সকল বীর শহীদের প্রতি ।
ইসলামের কথা শুনলেই যাদের মনে অসুখ হয়, তারা যেনে রেখো ,
মুসলিমের থেকে বেশি ভাষা প্রেম ও দেশপ্রেম কোন জাতির নেই ।
কারন তারা লোক দেখিয়ে সুনামের জন্য নয়
মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসে না,বরং সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য প্রদর্শণের জন্য মন থেকে ভালোবাসে ইবাদাতের অংশ ভেবে।
ইমানদার মিনারে ফুল দিয়ে শহীদের পূজা করে না, তবে তাদের ভালোবেসে স্রষ্টার নিকট প্রাণভরে দোয়া করে যাতে তারা ওপারে শান্তিতে থাকে ।
এসো সবে যার যার ধর্মীয় অনুশাসন মেনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
এজন্য কেউ কাউকে ভুল না বুঝি,
যার জন্য ফুলের পূজা বৈধ সে পূজা করো,
যার জন্য জায়নামাজে বা সমাবেসে দোয়া বৈধ সে তা করো।
আল্লাহ বলেন,
হে মানুষ তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না , আল্লাহর দেয়া সীমা লঙ্ঘণ করো না,
নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘণকারীকে পছন্দ করেন না।
আসুন সবে মিলে নিজের ভাষা সুন্দর করে, বিশ্বদরবারে উপস্থাপন করি পরম ভালোবাসায়।
অনেক ভাষা শিখি প্রয়োজনে , শিক্ষা দোষের নয়,
তবে বাঙলা ভাষা বিকৃতি যেনো না হয় সে ব্যাপারে সচেতন থাকি।
সব ভাষায় বিশ্বমঞ্চে নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে তুলি ধরি দক্ষতা সাথে শ্রদ্ধা ও ভালোবাসায়।

Add to favorites
571 views