কবিতা: আমি লেখা : মিনা -
Kolpona mina
Published on: সেপ্টেম্বর 24, 2019
আমি অন্ধকার ছুঁয়ে দেখেছি
আলো পাইনি খুঁজে,
আলোতে যখন হাত বাড়িয়েছি,
অন্ধকার তাকে ছিনিয়ে নিয়েছে।
আমিও বন্ধুসমাবেশের কোলাহলে গিয়েছিলাম,
ভেবেছিলাম যদি আনন্দের দেখা মিলে,
নাহ আনন্দ সেখান থেকে আগেই ছুটি নিয়েছে।
আমি প্রিয় হতে চেয়েছিলাম কারো,
তারপর অপ্রিয়ের তালিকায় নাম লিখালাম।
আমি কিছু সুন্দর স্বপ্ন দেখেছিলাম,
ক্রমেই স্বপ্ন গুলো ভেঙ্গে গেলো –
অমানিশার অন্ধকার জগতে ।
আমি একটি দীর্ঘরাত দেখেছি,
রাতের শেষে আর ভোরের দেখা পাইনি।
আমি এই ধরণীর বুকে স্বস্তির ঘুম চেয়েছি,
কিন্তু এই ধরণী আমায় ঘুম থেকে জাগিয়ে তুলেছে।
আমি ভালো চেয়েছি যাদের,
তারাই খারাপ রেখেছে আমায়।
আমি যাদের খুব কাছের ভাবতাম,
তাদের ভয়ংকর রূপ দেখেছি।
আমি সফল হতে চেয়েছিলাম,
ব্যর্থতা আমায় পর্যবেসিত করেছে।
আমি ছেড়ে যেতে চাইনি কাউকে,
আমায় ছেড়ে গিয়েছে সব।
আমি জয়ের মুখ দেখতে গিয়ে,
পরাজয়ের হাতছানি পেয়েছি।
আমি কল্পনায় জগতের সুখের আভাস পেয়েছি,
বাস্তবতায় কিছুই পাইনি ।
অবশেষে আমি এক অন্য আমিকে আবিষ্কার করেছি।

Add to favorites
1,359 views