কবিতা: জেগে উঠ মানবজাতি লেখা: মিনা -
Kolpona mina
Published on: ফেব্রুয়ারী 16, 2020
হঠাৎ করেই জীবনের রং পাল্টে যাওয়া মানুষগুলো
কেমন যেনো সাদা কালো করে নেয় জীবনটারে,
হৃদয় ভাঙার কান্নায় যখন রাতটা হয়ে উঠে ভারী
কেউকি এসে বলবে কেঁদোনা,
হয়ে উঠো সোচ্চারী ।
না না কেউ বলবেনা
ভেঙ্গে যেও না ভেঙ্গে দাও ওই চার দেয়াল,
যেখানে বন্দী তুমি, আমি এবং আমরা ।
তিমির রাত্রিতে যখন অন্ধকার নেমে আসে
আলোর মশাল জ্বালিয়ে দাও চারিদিকে,
জাগিয়ে তুল এই ধরণীর ঘুমন্ত শত প্রাণ।
সম্মুখ পানে যদি যাও দেখবে তুমি অন্ধকার
পিছন দিকে গেলে দেয়ালে পিঠ ঠেকে যাবে তোমার।
তাই বলে কী ঠায় দাড়িয়ে থাকবে ?
ডানে বামে তাকালে যদি দেখো কাঁটাতারে তুমি বন্দি
তাই বলে কী হেরে যাবে জীবনের সাথে না করেই সন্ধি ?
শুন শুন হে মানবজাতি
আমি বলবনা তোমরা মাঝপথেই হেরে যাও,
আমি বলবনা ভাঙ্গা স্বপ্নগুলো আর দিও না জুড়া
আমি বলবনা দুঃখের সাথে পারি দাও এই দীর্ঘ পথ,
আমি বলবনা সবগুলো অধিকার দাও বিসর্জন
আমি বলবনা ব্যথাতুর মন নিয়ে বেঁচে থাকো অনন্তকাল ।
ঐ দূর দিগন্তে যখন সূর্য অস্তমিত হয় তখনই ধরণীতে নেমে আসে অন্ধকার
আবার যখন পূর্ব আকাশে রক্তিম সূর্য জেগে উঠে তখনই আলোকিত হয় এই ধরণী,
আলো আধারের এই খেলাতে আমরা হার না মানা পাখি হবো,
আমি বলবো সূর্যের মতো হও আলোকিত করো এই পৃথিবী।
আমি বলবো জীবনকে স্থবির করে দিয়ে
বন্দী হয়ে যেওনা ওই লাশের মিছিলে
জীবন কী শুধুই বন্দি শিবির ?
যখনই জীবনের কঠিন বাস্তবতায় তুমি, আমি, আমরা
স্বপ্নের ইতি রেখা টেনে খুঁজে নিতে চাই
জীবনের আছে কী অন্যরকম মানে ।
আমি বলবো আয়নার সামনে দাড়িয়ে প্রশ্ন করো নিজেকে
আয়নার ভেতর যে প্রতিবিম্ব টি দেখছো
হ্যাঁ এটা তুমি শুধু তুমি ।
নিজের জগৎ টাকে যখন সবার কাছ থেকে আলাদা করতে পারবে তখনই আবিষ্কার করতে পারবে
তোমার ভেতর অন্য এক তুমিকে।
জেগে আমাদের উঠতেই হবে
যতই কণ্টকময় হোক আমাদের চলার পথ,
পাড়ি দিতে হবো আমরা বদ্ধপরিকর
ক্ষণিকের তরে এসেছি আমরা এই পৃথিবীতে,
নিরাশ হবোনা আমরা জীবনযুদ্ধে
আর যাই হোক এই ধরণীর বুকে আমাদের চিহ্ন রেখে যেতে হবে।

Add to favorites
2,136 views