কবিতা: নবীদের নবী প্রিয় নবী (সঃ) -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 5, 2021
নবীদের নবী প্রিয় নবী (সঃ)
জান্নাতুল ফীরদাউসী
বিশ্বসেরা জ্ঞানী ও আদর্শ শিক্ষক যিনি।
জীবন্ত কোরআন ছিলেন তিনি!
জীবনে মিথ্যা বলেন নি যিনি
নবীদের নবী ,প্রিয় নবী তিনি!
আগে সালাম দিতেন যিনি
সেরাদের সেরা তো তিনি!
ইহকালে পরকাল দেখেছেন যিনি
দীর্ঘ সময় নিরব থাকতেন তিনি!
ইহকালে জান্নাত ঘুরেছেন যিনি,
জগতে কম হাসতেন তিনি!
জান্নাতে প্রথম প্রবেশ করবেন যিনি,
মুচকি হাসিতে হৃদয় জুড়াতেন তিনি!
কবরের ভয়ংকর আযাব দেখেছেন যিনি,
তাহাজ্জুদ ত্যাগ করতেন না তিনি !
মানবতার মুক্তি নিয়ে সদা ভাবতেন যিনি,
নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নি তিনি!
বিপদে পড়লে সালাতে দাঁড়াতেন যিনি,
যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেন নি তিনি!
শিশুদের পরম স্নেহ করতেন যিনি,
পারিবারিক কাজে সহযোগী ছিলেন তিনি!
পরিস্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন যিনি,
সালাতের আগে মেসওয়াক করতেন তিনি!
অধিক সাদাকা করতেন যিনি,
উপহার গ্রহণ করতেন তিনি!
প্রতি সোম ও বৃহস্পতি রোজা রাখতেন যিনি,
খাদ্যের দোষ ধরতেন না তিনি!
সবসময় আল্লাহর স্মরণ করতেন যিনি,
অন্যদের ক্ষমা করা অধিক পছন্দ করতেন তিনি!
সুস্পষ্ট , শুদ্ধ ও সুন্দর কথা বলতেন যিনি,
কাউকে অবহেলা করতেন না তিনি!
ইহকাল – পরকালের সফল নেতা যিনি,
উম্মাতি উম্মাতি করে কাঁদেন তিনি!
হাউজে কাওসারের পানি দান করবেন যিনি,
রোজ হাশরে সুপারিশ করবেন সেই তিনি!
জান্নাতে মধুর তিলায়াতে সব মুগ্ধ করবেন যিনি,
মহান আল্লাহর সবচেয়ে প্রিয় হাবীব তিনি!
লেখা:০৩-০২-২০২১

Add to favorites
601 views