কবিতা: নিখাঁদ ভালোবাসা -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা:০৪-০৬-২০২০
নিখাঁদ ভালোবাসা
জান্নাতুল ফীরদাউসী
চরম বিশ্বাসে অন্ধ হয়ে,
খুব ভালবাসি তোমায়।
কারন তুমি ছাড়া কেউ,
এতো ভালোবাসে নি আমায়।
চরমগুরুত্ব দিয়ে ভালবেসে,
কখনো কষ্ট দাও নি অবহেলায়।
তবে রাখছো ব্যস্ত সদা মোরে,
দীদারের জন্য কঠিন পরীক্ষায়।
তোমার অকৃত্রিম ভালোবাসার,
গভীরতা দিনে দিনে যত বৃদ্ধি পায়,
পরীক্ষার ধরন যেনো বদলে,
তত কঠিন থেকে কঠিনতর হয়।
আমিও পাশ করছি টায়টায়,
যোগ্যতায় নয় তব ভালোবাসায়।
জানি এ ভালোবাসা ই একদিন,
আসবে নিয়ে চূড়ান্ত বিজয়।
দিন দিন কাটিয়ে পরীক্ষা ভীতি,
নিচ্ছো এগিয়ে সামনের শুভ যাত্রায়।
আমিও তোমার প্রেমের চাদর জড়িয়ে,
ধৈর্য ও নামাজে তব চরণে রইলাম সাজদায়।
ভুল ত্রুটি ক্ষমা করে এভাবেই,
চিরসঙ্গ নিশ্চিত করো অভাগায়।
যাতে তোমার আপন করুণায়,
চূড়ান্ত সাফল্যের দিদারে চিরঘুম পায়।

Add to favorites
638 views