কবিতা: নীল রহস্য -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
২৩-০৫-২০২০
নীল রহস্য
জান্নাতুল ফীরদাউসী
নীল সাগরের পাড়ে,
কন্যা তুমি হন্যে হয়ে,
খুঁজে বেড়াও যারে,
সে থাকে ঐ জলপরীর,
বন্দী তবে জমকালো শিবিরে!
এখান থেকে ঢেউগুলো,
আসে যখন বড় করে,
তুলে দিও আপনারে,
নিয়ে যাবে আপন করে,
সমুদ্র তার নীল জলের আঁধারে,
গভীর থেকে আরও অনেক গভীরে।
যেথায় জলপরীরা খেলা করে,
মাঝখানে মারজান চুপ করে,
তোমার হৃদস্পন্দনের উষ্ণতা,
সে পুরোপুরি অনুভব করে,
নিরব অশ্রুতে সে গুমরে মরে,
তবু সে কিছুতেই ছুটে ,
পালিয়ে আসতে না পারে ।
তোমার মনের ডাক সে ,
পরিস্কার শুনতে পারে।
তোমার নয়নের জলে,
হৃদয়ের রক্তক্ষরনে সে যে,
বেদনায় নীল হয়ে যায়,
কলিজায় ঝাঝালো আগুন ধরে,
বুকফাঁটা কান্নায় ভেঙে পড়ে!
আর সে ভালবাসাই তো,
জলপরী চায় নিজের করে,
কি করে এতো মায়ায়,
গাঁথা দুটি অন্তর থাকতে পারে?
যারা আজও কেউ দেখলো না,
সামনা সামনি মুখ কারো,
কথা হলো না একটি বারো!
শুধু মনে মনে গাঁথা এই,
প্রেমের শক্তির আজব ধারা!
এক পলক থাকে না তারা,
একজন অন্যজনকে ছাড়া!
তাই জলপরী আটকে রেখেছে তারে,
কি করে এ ভালবাসা এতো,
গতশীল মায়ায় বয়ে যায়রে?
জলপরী ভেবেচলে ,
তার এতো রুপ জৌলস,
সবই সে তুচ্ছ করে,
অজানা সে মায়ার তরে,
যা সে তার ভিতরে অনুভব করে,
যার দেখা পাবে একদিন,
এই কঠিন বিশ্বাসে ভর করে,
হেরে গেল জলপরী,
নিজের বিবেকের তীরে,
আহত হলো নতুন করে,
মায়াকে দিল মারজান,
তাই করে আরও বাহারী,
দিল সমুদ্রের গভীরে,
এক মনিমুক্তা খচিত সুন্দরে,
ঘেরা রত্নভান্ডারে ভরা জলকুটিরে,
যেখানে মধুর মিলনে ,
মায়া মারজান রবে জীবন ভরে।
শান্তির শোভায় শোভিত হবে,
সাগরের গভীর থেকে গভীরে,
জলজ রা থাকবে সবাই শান্ত নীড়ে,
আর জলপরী র কষ্টে,
নীল সাগর আরও নীল করে,
বিনোদন দিয়ে যাবে সব সৃষ্টিরে,
হুম এটাই ভালবাসা ,
পাওয়াতে না হোক,
না পাওয়ার নীলাভ কষ্ট,
তবে প্রশান্তির ভিন্ন সূত্রধরে।
হেরে গেল জলপরী,
অবুজ পবিত্র অদেখা এক,
প্রেমের গল্পের মিলন সূচনা করি,
ভালবাসা এমনই,
জোড়করে, বন্দীকরে ,
দেহঘীরে শুধু বসত করেও,
যায় না নিজের করা এক প্রহরই!
তাইতো সে গভীর উপলোব্ধি করি,
মায়ার মারজান দিল একদম ছাড়ি।
এখন সুখে সাগর নীল জলে ভরি,
জলপরী কেই জল সিঞ্চনকরি,
সুখ বিনোদন যায় ভাগ করি।
ভোগে নয় ত্যাগেই সুখের কাড়ি,
বুঝলো তা সুন্দরী জলপরী ।

Add to favorites
846 views