কবিতা- মন গহীনের তুমি -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 21, 2020
মন গহীনের তুমি
জান্নাতুল ফীরদাউসী
জায়নামাজের ডানপাশটা তোমার জন্য রেখে দাড়াই রোজ নামাজে ,
তুমি এসে পাশে দাড়াবে সাজদায় তাসবীহ পড়ে চোখের জলে ভাসবো একসাথে নিরব গভীর রাতে তাক্ওয়ার সাজে।
অপেক্ষায় প্রহর গুনে গুনে নিঃশ্বেষ!
তুমি আজো স্বপ্নরঙের রঙে রঙিন বিশেষ!
তুমি কেন এমনকরে থাকো দূর অজানায়?
রঙিন ভালোবাসা ফ্যাকাশে কর সময় ডানায়!
তব বক্ষে রেখে শির শুনবো বলে কোরআন
রবের রহমতে ভিজবে আমার তৃষিত মরু প্রাণ!
এসো সকল বাঁধার দেয়াল টুটে,
এসো হৃদয়রাজ্যে স্বর্গীয় স্বেতহস্তিতে ছুটে।
অতৃপ্তবাসনাকে তৃপ্ত করো তব দর্শণে,
দুটিমন এক হয়ে ছুটে যাই মক্কা-মদীনা ভ্রমণে!
তিলাওয়াতের গুঞ্জনে মুখর করি আলয়
কোরআন-সুন্নাহ আবাদে ভরে উঠুক হৃদয়।
শীকরেভাসা অস্তিত্বের যুদ্ধ,পেতে প্রাণস্পন্দন,
তুমি আমি তাতে দেই ইবাদাতে নূরানী বন্ধন!
এসো প্রিয় শূন্য উদ্যানে , সাজাই তা প্রাণে প্রাণে!
মরুভূমি সজীব হোক তব সবুজশুভ্র প্রেমের টানে!

Add to favorites
599 views