কবিতা: মান-অভিমান -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 4, 2021
মান-অভিমান
জান্নাতুল ফীরদাউসী
কেন টানো জানি তো
রাগটা একটু কমাও তো
মুখে বলো রাগ নাই
কাজে মান ষোল আনাই!
কারো আত্মশুদ্ধির প্রচেষ্টা যদি হয় অপরাধ!
তাহলে আমি অপরাধী ক্ষমা করে দিও আমি বিস্বাদ!
আমার শরীরটা ভালো নাই,
সাথে মনটাও অস্থির তাই ।
তোমাকে খুব জানতে ইচ্ছে করছে,
মনে হয় তুমি কাদঁছো আর ডাকছো!
এটা কি শুধুই আমার ধারনা না কি সত্য?
জানতে আমার হৃদয়ের ব্যাকুলতা যত্ত।
এসো অভিমান ভুলে হৃদয়ের করিডোরে,
টেনে নেবো মনের অন্দরে অতি আপন করে!
একসাথে করবো ইবাদাত শেষ রাতে!
খানা খাওয়াবো আদরে এই হাতে!
জ্বলে জ্বলে হৃদয়ের ভস্ম যায় নি কি উড়ে?
তবু কেন অভিমানে কষ্ট পাও কষ্ট দাও মনের ক্ষত খুড়ে!
তোমাকে ছাড়া থাকতে পারবো না তা নয়!
একা থাকার অভ্যাসটা নষ্ট করে কি চলে যেতে হয়?
বেশ তো ছিলাম একা একা,
কেন এসে দিলে দেখা,
কোরআন সুন্নাহর বানী শুনিয়ে মনে টানলে কেন রেখা?
ধীরে ধীরে তোমার ইবাদাত , আমল করেছে আমায় আকৃষ্ট!
একা থাকার সংকল্প ভেঙে তাই হলাম নবসৃষ্ট!
এসো কালিমার ছায়াতলে যাই মিলেমিশে,
পৃথিবীকে ভরে দেই নতুন সম্ভাবনার শীষে!

Add to favorites
932 views