কবিতা: লক্টডাউন -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 4, 2021
লক্টডাউন
জান্নাতুল ফীরদাউসী
যখনি ভাবি ফিরবো লোকালয়ের ভীড়ে!
তখনি দেখি লকডাউনে সব রেখেছে ঘিরে!
আমার আর যদি ফেরা না হয়,
এতে কারো দোষ নেই নিশ্চয়!
অনাহারীকে তাড়িয়ে যদি কর ভোজ সভা,
চাটুকার নিয়েই তুমি হিটলারি নেতা হবা!
তোমাকে বোঝানোর চেষ্টাই অপচেষ্টা,
তুমি নেশায় ডোবা তবু বুক ফাটা তেষ্টা!
তোমার কাছে জীবন হত্যায় ছন্দময়,
আমার কাছে বিদায় আনন্দে স্মৃতিময়!

Add to favorites
626 views