কবিতা -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 16, 2020
১৬ই ডিসেম্বর
জান্নাতুল ফীরদাউসী
আল্ল-হু আকবার,আল্ল-হু আকবার।
তাকবীরে শুরু হোক ফজর সবার।
রাত শেষে আসে রোজ আলোর প্রহর।
এশা শেষে আসে ফিরে নতুন ফজর।
পরাধীনতা শেষে আসে জয়ের আলো
স্বাধীনতার পরে পরাধীনতা নয় ভালো।
বছর ঘুরে এলো বিজয় দিবস আবার,
বদনে খুশি, হৃদয়ে দেশপ্রেমের জোয়ার।
মহান বিজয় দিবস ১৬ – ই ডিসেম্বর
মুক্তির সুখে নতুন স্বপ্নবোনে অন্তর।
নিরাপত্তা ও শান্তির সাথে থাকবো এবার
মুসলিম ,অমুসলিম এ বিজয় দেশের সবার।
শহীদদের সমাধিতে পুষ্পের সমাহার,
পূজিত শ্রদ্ধার এ এক অপরুপ বাহার।
মুসলিম আল্লাহর, মুসলিম দেশমাতার,
মুসলিমদের শ্রদ্ধায় মেলে কিছু ভিন্নতার।
সমাধিতে , ছবিতে ফুল দিয়ে পূজা করা
মুসলিমদের জন্য পাপের পাহাড় গড়া।
মুসলিম হলে আল্লাহর আদেশ মানে,
কোরআন সুন্নাহর কাজ করে মনে প্রানে।
সমাধিতে ফুলউৎসবে যদি না পাও ঈমানদার,
তাদের দেশদ্রোহী বলার কার আছে অধিকার?
এদেশ আমার , এদেশ তোমার
এদেশ মুসলিম ও অমুসলিম সকল জনতার!
এদুনিয়ায় যার ধর্ম ও উৎসব তার তার
আমার(মুসলিম) ধর্ম ও উৎসব আমার।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায়
অমুসলিম দিবে ফুল সমাধি পূজায়!
মুসলিম দিবে মাহফিলময় দোয়া, ফুল নয়,
শহীদদের শান্তির জন্য এটা কি উত্তম নয়?
ইহজগতে ফুল,টাকা, ইট পাথরের প্রাসাদ লাগে,
পরজগতে নেকি চায় গুনে গুনে বিচারের আগে!
শহীদরা পরজগতে তারা আমাদের দোয়া চায়,
মুসলিম তাই ভালোবেসে দুহাত তুলে দোয়া পাঠায়।
তাতে যদি কারো জ্বলে উপরে ও অতলে,
তাদের মাগো স্পষ্ট করে দিও বলে
তোমাকে এই বিজয় দিবস উপহার দিতে,
স্বাধীনতার সম্মানের অমূল্য মুকুট সাজিতে
কোন অমুসলিম নয় মুসলিম শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার ডাক দিলে দেশ পেলো স্বাধীন সম্মান ।
তবে কেন স্বাধীন দেশে মুসলিম হবে নাফারমান?
দেশকে ভালোবাসতে ও শহীদদের দিতে সম্মান!
সম্মান করা মুসলিমদের শেখাতে চাও কারা?
বেঈমান নীতিভ্রষ্ট চরিত্রহীন সুযোগবাদী যারা!
ইসলামে নিষিদ্ধ বিষয় মুসলিম করবে বর্জন,
কোরআন সুন্নাহ হবে তাদের মূল জীবন দর্শণ।
মুসলিম শির্ক বিদআতমুক্ত শান্তির পায়রা,
তাদের না দেই অহেতুক ঝামেলার টায়রা।
ফিরে পেলাম যখন বিজয়ের ১৬-ই ডিসেম্বর
শান্তিতে যার যার ধর্ম পালন হোক সম্ভবপর।

Add to favorites
496 views