কবিতা -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 19, 2020
পরিবর্তন
জান্নাতুল ফীরদাউসী
ভাগার ভেবে পথিক পথে রাখছো যে সম্পদ,
সে সম্পদ হতে পারে বর্ষা বানে তোমারই আপদ।
ভেবে দেখেছো কি?
ভাবনার জানালায় লাগলো চেতনার দোল,
গোরামীর কুয়াশা হটিয়ে শিশিরদ্বার খোল।
শিশিরে ভেজা মগজ উষ্ণ রোদের পরশ চায়
প্রকৃতি বিশুদ্ধ হতে মগজচাষের ভূমিকা কোথায়
মগজ চাষের ভূমি ও ভূমিকা হল আপন পরিবার
সুশিক্ষা পেলে যত্রতত্র হবে না কো ময়লা কারবার
মরার আগে মুখে অনল বাতাসে বিষের মহরা
ভস্ম করা সবুজে শান্তির খোঁজ তাই অধরা।
কি বলো এসব আবোল তাবোল?
আবোল তাবোল! মন দিয়ে শোন শ্রুতিমধুর বোল!
শক্তকড়াঘাতে ঘুমন্ত অগ্নিলাভার জ্ঞানদ্বোর খোল!
মৃত্তিকার উর্বরতা হ্রাসের ত্রাশ দমিয়ে সবে
অক্সিজেনের বিষবাষ্প হ্রাসে মন দেই ভবে।
বাড়বে পাখিদের কোলাহল, বাত হবে নির্মল,
আগামী পাবে মনখুশির অবারিত সবুজ শ্যামল!
প্রসূনের শোভা আর সুবাসে সুবাসিত সুন্দর ধরা
সৎকর্মে ব্যস্ততার প্রশান্তিতে অন্তর থাকবে ভরা!
শ্রদ্ধা ও ভালবাসার খনিতে পূর্ণ হবে বাংলাদেশ
যার রুপের প্রশংসায় রবে বিশ্বকাঁপা আবেশ!
এও কি বাস্তবে সম্ভব?
অসম্ভব বলে এ জগতে তেমন কিছু নেই
প্রচেষ্টায় নিজে বদলে এসো দেশ বদলে দেই।

Add to favorites
469 views