কবিতা-মৌমিতা -
Nasir Uddin Ahmed
Published on: ফেব্রুয়ারী 29, 2020
দুঃস্বপ্ন
কি করে বলা যায় তা
দুঃসময় নাকি আবর্তের দুর্দশা
দুঃস্বপ্ন অথবা তা দুর-স্বপ্ন
কেবলি বহুবার পুনর্বার
ঘুরে ফিরে অহর্নিশি চারপাশে
ঢেউ উঠে চোখের আকাশে।
ছিঁড়তে গিয়েও পারা যায়না তা
কি ছিল সেটা!তা…
হয়তো সকালের গোলাপ বা
সন্ধ্যার সন্ধ্যা মালতি
অথবা শিশিরের দুর্বা;
এক কোণ হতে পৃথিবীর অন্যত্র
সর্বত্র;কুৎসিত কত মুখ
বিশ্রী-সুশ্রী আরো নানা বর্ণের
হাত বাড়ালেই নিবিরের প্রত্যাশায়-
গাঢ় নিবিরে;কিন্তু…
কেবলি অন্ধকার গাঢ় নীল
পথের ধারে পায়ে পায়ে
কুকুর -শকুন
আর ফুল আধো ফোঁটা।
কারো চোখে পরেনি এতসব
ধুসর পৃথিবীর ধুসর প্রান্তরে
সবই অন্ধ,জেগে থাকে কেবল
ভয়ঙ্কর দুঃস্বপ্নেরা।

Add to favorites
741 views