কবিতা -
Jannatul Ferdousi
Published on: নভেম্বর 18, 2020
বহ্নিশিখা
জান্নাতুল ফীরদাউসী
রক্তে আমাদের জ্বলছে
বহ্নিশিখা,
দেখে জালিমের জুলুমের
সাহসিকা।
জ্বেলে পুড়ে সব করে দেবো আজ
ছাই
বদমাশ যারা তাদের রক্ষা
নাই।
শয়তান চায় পরিবেশ হোক
কালো
জনতারা চায় শান্তির শুভ্র
আলো।
জ্ঞানপাপী যারা থাকরে
অপেক্ষায়
ভুলের মাশুলে করবি যে
হায় হায়।
বুকের তাজা রক্ত দেবো আজ
ঢেলে
সামান্যতেই পড়বো না কেউ
হেলে।
মুসলিম যারা লড়ে যায়
প্রাণপণ
জেহাদের মাঠে থাকবেই
আমরণ।
০১-১১-২০ইং

Add to favorites
538 views