কবিতা -
Jannatul Ferdousi
Published on: নভেম্বর 25, 2020
এসিড বৃষ্টি
জান্নাতুল ফীরদাউসী
তনু-মন ব্যাথায় কাতর,
যন্ত্রণায় দগ্ধ কয়লার অগ্নি,
তবুও আমি অগ্নিঝড়া হাসি,
সে হাসিতেই মাতাই ভূবন !
তোমরা দেখো শিশির স্নাত,
কোমল গোলাপের রক্তঝড়া মৃদু হাসি।
এভাবেই ছুটে চলে দূরন্ত অসহায় জীবন আমার! মাঝে মাঝে প্রশ্নরাও হাসে !
আর বলে এ কেমন ব্যাথা ভরা ,
লঙ্কা রাঙা জীবন তোমার?
আমি শুনি, কান পেতে শুনি ,
লোচন নদীতে নোনা স্রোত বয়ে চলে,
ভিজিয়ে দেয় আমার বক্ষের সবুজমায়ার ভূমি তবুও আমি মরুপ্রান্তর!
সজীবতা আমার স্বপ্নে বোনা প্রখর রৌদ্রজাল!
সে জালে জড়ায় না কেউ,
জড়াই না আমিও ,
তবে যে পুড়ে সে হবে ছারখার,
জীবন পাবে একঝুড়ি রঙিন অঙ্গার!
আমি পড়ন্ত বেলায় গোধূলীর শীতলতা,
ছুঁতে গেলে অস্তমিত আলেয়ার আলো।
আমি দূরাকাশের শুকতারা,
অমাবস্যায় জোনাকির মেলা,
আমি অধম , আমিই উত্তম !
যদি আমায় সত্যিই জানতে পারো।
ভালো থাকা সবার হয় না ।
তবে কেউ কেউ শত ব্যাথায়ও হাসে,
ভয়ানক অসুখেও সে সেরা সুখী এ জগতে,
উল্টা মলাটে ঠিকপুস্তকের লেখা আমি,
অমাবস্যায় স্নিগ্ধচাঁদের নীল জোছনাও আমি,
আমায় খুঁজো না,
আর কোনদিন খুঁজে পাবে না।
আমায় নিয়ে পরীক্ষায় বসো না,
শূন্য ছাড়া তলানিতে কিছুই টিকবে না।
আমি হারিয়ে গেছি প্রকৃতির সব রঙে
একটুকরো আমি এখন লক্ষকোটি
রঙ বেরঙের ফুল পাখি আর বিষকাঁটা।
দূর থেকে ফুল পাখি নয়নের শীতলতা,
কাছে এলে ছোঁয়ার আগেই বিষাক্ত হবে,
এ বিষমুক্ত করা এন্টিডোট কোথাও পাবে না।
ব্যাথায় ব্যাথায় বিষাক্ত আমি ,
আঘাতে আঘাতে প্রবল সাহসী,
বিষপাষ্পই এখন আমার অক্সিজেন,
জীবনের উল্টা পাঠই এখন আমার পাঠ্য।
আমায় নিয়ে গবেষণায় বৃথা শ্রম দিও না।
আমি আমার রবের অপরুপ এক সৃষ্টি,
আমার দিকে কুনজর দিলে আমিই
দাহ্য ও জ্বালাময়ী এসিড বৃষ্টি!

Add to favorites
511 views