কবিতা -
Jannatul Ferdousi
Published on: নভেম্বর 27, 2020
ভালোবাসা!
জান্নাতুল ফীরদাউসী
চেয়ে আছি অপলক তোমার নয়নে,
হারিয়ে গেলাম ভালোবাসার প্লাবনে।
কি যে অপরুপ তব চাহনি,
শিহরিত হই দেখি তা যখনি।
ভালবাসা যেন অমোঘ নেশা,
যত পাই তত বাড়ে প্রত্যাশা।
হৃদয়টাকে ভালোবাসায় মুড়ে অগনিত ভাজ করে,
লালগোলাপ বানিয়ে দিলাম তোমায় উজার করে।
অনন্তকালধরে তোমায় ভালোবাসি।
পরন্তবিকেলেও ছুটি চাই দেখতে তোমার হাসি।

Add to favorites
478 views