কর্মফল -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 23, 2020
ধর্মকর্ম চিন্তাছাড়ি অধর্মরে সেবী,
আত্মমর্যাদা বোধের সীমানা ছাড়িয়ে,
ভালোমন্দ বিচারের সুপথ মাড়িয়ে,
নির্দয় পাথরস্তুপে পূজিলাম দেবী ।
স্বীয় স্বার্থের উদ্ধারে অনায়াসে যারা,
অন্যের মঙ্গল চিন্তা কস্মিনে না করে,
অবলীলাক্রমে সদা রুদ্র রুপ ধরে,
নির্দিধায় অপবাদ দিতে পারে তারা ।
ধাঁধাঁয় ঢেকেছে আজ জীবনের পথ,
নিন্দা হয়েছে সাথি চোখের পলকে,
কলঙ্কের কালি জানি সর্বাপেক্ষা কালো,
ভুলের পালকে চড়ে বিভ্রমের রথ,
অপবাদ সাথী হলো কালের ঝলকে,
না ঘুচায় সে কালিমা দিয়ে শত আলো ।

Add to favorites
517 views