কষ্ট -
Farjana Shanta
Published on: জুলাই 28, 2020
নিভৃতে কিছু দগ্ধ ক্ষত,
লুকানো থাকে মনে, যার মনে বিষাদ ছুয়েছে,
সেইতো ভালো জানে।
কষ্ট তুমি কি??
কষ্ট বলে,
আমিইতো সেই,
বহুরূপী।
কষ্ট তুমি কিসে??
কষ্ট বলে,
আমি তোমার,
রক্তাক্ত লাশে।
কষ্ট তুমি রঙিন পাখি
ভেজাও শুধু
মানব আঁখি
তোমার জন্য মানবজীবন,
শুধুই বিষাদময়।
কষ্ট তুমি কার??
কষ্ট বলে,
আমিতো শুধুই
নিরবতার।
কষ্ট আসলে কিসে??
কষ্ট??
সেতো আমার মায়ের,
নিরব হাসিতে।
কষ্ট গুলো আমার
আছে,
আমার চোঁখেই ঝড়ুক।
হৃদয়ের মাঝে সেই কষ্ট,
শুকিয়ে শুকিয়ে মরুক।

Add to favorites
256 views