কারাবাস -
Ajmery
Published on: নভেম্বর 2, 2017
আজ থেকে আমার কারাবাস শুরু।
এই বন্দিশালায় থাকতে হবে পাঁচটি বছর।
আচ্ছা, এই পাঁচ বছর শাস্তি হলেই কি আমি সুধরে যাবো?
ওরা কি ভেবেছে! শাস্তির ভয়ে মাথা নোয়াবো?না!কখনওই না!
আমি অন্যায়কারী নই!
স্পষ্টতই আমি মিথ্যের মুখে সত্যের আলো লেপে দিয়েছিলাম,
কিন্তু, রাজনীতির বিষ সর্বত্র ছড়িয়ে।
আমিও বিষে আক্রান্ত তাই আজ রাষ্টদ্রোহী
দুঃখ নেই,মাথা নুয়ে চলে কাপুরুষ –
কাপুরুষ মরে বার বার আর বীর একবারই বীরের মত লড়াই করে মরে।
এই যে কারাগারের দেয়াল,অসংখ্য বীর এসেছিল এখানে
কখনো ফাঁসি বরণ করেছে, কখনো আমৃত্যু থাকার অনুমতি মিলেছে।
অসংখ্য ন্যায় অন্যায়ের সাক্ষী।
হে দেয়াল, তুমি আরেকটি অন্যায় বিচারের সাক্ষী হয়ে থেকো!
পাঁচটি বছর তোমার আমার বন্ধুত্ব তৈরি হবে।
তুমি কষ্ট পেওনা!তোমার গায়ে বিপ্লবী ছবি একেঁ দিয়ে যাবো।
আমি যখন থাকবো না তুমি আমি হয়ে কথা বলো।
একজন নেতার অভাব!
যাঁদের আসন দিয়েছি তারা সাপে রুপান্তরিত।
জোঁকের মত চুষে খাচ্ছে!
জীবনের প্রতিটি পরতে পরতে কীটের মত ছড়িয়ে ক্যান্সার সৃষ্টি করেছে।
ভাবতে অবাক লাগে!দেশমাতার চাইতে ব্যক্তি স্বার্থ উর্ধ্বে।
এ কারাগারে আমার পর আরো অনেকেই আসবে,একেকজন মানুষ আসবে,মানুষ!
বের হয়ে রাজপথে মারা গেলেও বলবে মানুষই মরেছে।
আমি সেই বিপ্লবী মানুষ চাই,তার ছবি একেঁ দিয়ে যাবো।
বলবো, এই যে শোন,তুমি তো মানুষ! তুমি তো মনুষ্যত্ব যুক্ত মানুষ!
তবে বিপ্লবী হও অন্যায়ের বিরুদ্ধে, বিষ মুক্ত করতে রাষ্ট্রকে বাজাও বীণ!
মুক্ত কর গণতন্ত্র!ভেঙ্গে ফেল শিকল!
হায়, হয়তো আমার মৃত্যু এই কারাবাসেই।
আত্মা যে দেহের কারাগারে বন্দি সেও চাইছে মুক্ত হতে।
হে বিধাতা, তুমি ভালো জানো,
পাচঁটি বছর পর কি বের হতে পারবো?
হলদে পাখির গান কি শুনতে পাবো? বসন্তের বাতাস এসে কি কানে কানে বলবে, বদলে গেছে জীবন।
জীবনের প্রতিটি পরত আজ স্বাধীন, নেই বেড়াজাল।
বিপ্লব এসেছিল, পদচিহ্ন এঁকে দিয়েছিল ধরণীর বুকে।
নাকি দেখবো, বিষাক্ত রাজনীতির কারাগারে আমার মাতৃভূমির কান্না?
#উৎসর্গ #Sarosh Parvej kaiyani আর সেইসব মানুষ যারা বিনা অপরাধে রাজনীতির জালে বন্দি হন
November 1

Add to favorites
700 views