কিছু কিছু মানুষ -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 11, 2013
কিছু কিছু মানুষ খুব অন্যরকম, বড় উদাসীন
ওদের না হয় ঘর, না হয় বাহির।
ওরা সবাইকে ভালোবাসে
একক ভাবে কখনই কারো হয়না।
পৃথিবী বড় স্বার্থপর মেনে নিয়ে
নিজের ভাগটা ছাড়তে চায় না
পৃথিবী দখল চায়, সিল মারা নিজের মত করে
মানুষগুলো তাই কখনো কারো হয় না।
ওরা মুক্ত, ওরা সেচ্ছাচারি
ওরা উড়ে উড়ে বেড়ায় ভবঘুরেদের মত
একে ওদের মন ভরে না
ওদের অনেক চাই, ওদের সব চাই
এক নয় একাধীক চাই
বড় অদ্ভুত ওরা!
পৃথিবী ওদের মুঠোয় ধরে ধরে রাখতে পারে না
তাই দূরে ঠেলে দেয়
রাগে-অনুতাপে জর্জরিত ওরা
তবুও কারো করুণা ভিক্ষা নেয় না।
ওদের ঘর নেই, বাড়ি নেই, অনিশ্চয়তায় দিকবিদিক
তবুও ওরা ভালো থাকে! ওদের শেষ কোথায়?
অনন্ত কাল অনিশ্চয়তার পথে চলা
কিছুই রবে না নিজের দখলে জেনেও;
না পাওয়ার দিকে হাত বাড়ানো।
বড় উদাসীন ওরা
বড্ড স্বেচ্ছাচারী ।

Add to favorites
920 views