কী দেইনি তোকে -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
বিন্দু বিন্দু স্রোতে ধোয়া সমস্ত রঙিন পাথরগুলো,
খুচরো পয়সার যুগে ফিরে যাওয়া আমার রানার,
ভোরের প্রকোষ্টে জমা বীর্যের বাড়ন্ত শীষ,
লোকচক্ষুতে জমা আমার
আভিজাত্যের অতিমাত্রার আতিশয্য,
প্রকৃতির পরতে পরতে কুড়িয়ে পাওয়া বিশ্বাসের ডালি,
নিজের আশু সুখের বাতায়নে বসা ময়না-শ্যামার ডাক,
মেঘনার তীরে পাওয়া আমার বর্ষা বসন্তের মহাকাব্য,
একযুগ ধরে অন্তরে লালিত শশ্মানের বর্ণীল ছাই,
আঁধারের তোয়াক্কা না করে তোর রাস্তায় ছিটিয়েছি,
আমার সকালে মিশে থাকা শিউলির শুভ্র শো-ডাউন,
মাথায় নিয়েছি উচ্ছিষ্টের অচ্ছুত মাটি,
কী দেইনি তোকে আর বহুব্রীহি! অথচ,
আমার পাথার বিভাসিত হলো কলংকের আখরে,
যৌনতার শাণিত বাণে বিচ্ছিন্ন হলো সরলতার সারস,
মিথ্যার অন্ধকূপে বিদ্ধ হলো বিভার বিভূতি,
চাতুরতার চতুর্থীতে ডুবে গেলো,
আমার প্রষ্ফুটিত একাদশীর প্রত্যাশিত পারণ ।
@রুপক চৌধুরী।

Add to favorites
74 views