কুটুম পাখি -
Sps Shuvo
Published on: জানুয়ারী 12, 2020
কুটুম পাখি
কবি এসপিএস শুভ
শীতের পাখি কুটুম পাখি বিদেশ থেকে আসে,
আকাশেতে উড়াল দিয়ে পাখনা মেলে ভাসে।
কুটুম পাখি বড়’ই মধুর
দেখতে খুবই ভালো-
সাত সমুদ্র তের নদী
পেড়িয়ে সে এলো।
শীতের সময় ছুটে আসে-প্রিয় কুটুম পাখি,
তারে দেখলে পরাণ মাঝে জুড়ায় দু’টি আঁখি।
খালে,বিলে,নদীর পাড়ে
কুটুম পাখি ঘুরে,
ফুড়ুৎ করে পাখনা মেলে
উড়ে মিষ্টি সুরে।
কুটুম পাখির রূপের প্রেমে পড়ে গেলাম শেষে-
ভীন দেশী ঐ কুটুম পাখি পাগল করল-বেশে!
মন-মাধুরীর সুদূর ডাকে
গাছের ডালে বসে,
সাধুতা ঐ স্বভাব দেখে-
ভালোবাসবো-কশে!
প্রবাসী সে কুটুম পাখি আদর-সোহাগ দিবো,
আমরা দু’জন ভাগে করে ভালোবাসা নিবো।
আমার দেশে রং বেরঙের
নতুন নতুন পাখি,
তাদের মাঝে কুটুম পাখি-
মায়া ভরা আঁখি।
শীতের শেষে উড়ে যাবে নিজের মত করে-
কুটুম পাখি বড়’ই অদ্ভুত বুকটা খালি করে ।
এমন সময় কুটুম পাখি
কাঁধে বসে বলি-
‘তুমি আমার বন্ধু হলে’
এবার আমি চলি।
কুটুম পাখি চলে গেলি-আমায় একা করি!
একটি বার কুটুম,ফিরে আয়-বন্ধুত্বের হাত ভারি।
.
রচনাঃ ৬/১০/২০১৯ইং

Add to favorites
2,111 views