কুড়ি বছর পর -
এইচ বি রিতা
Published on: মার্চ 17, 2013
কুড়ি বছর পর যদি পাই দেখা
হয়তো কুসুমকলি নয়ন কিরণে তুমি
জুড়াবে না আর আমার প্রাণ
ভালবাসার প্রখরতায় হয়তো
রক্তিম সূর্য হবে না উদয়
রাঙা মেঘে ছবি আকা
ঘাসফুলে ফড়িংয়ের খেলা
কচি পাতার ডগায় শিশির বিন্দু
শরৎতের আকাশে সাদা মেঘের মেলা
হয়তো আর দেখব না।
কুড়ি বছর পর,
কাশফুলেরা সাদা শাড়িতে বিধবার বেশে
সবুজ ঘাসেরা হাওয়ায় দোলে
মন ভার করা বর্ষার আকাশে
মলিন খন্ড মেঘের আনাগোনা
হয়তো আর চোখে পরবে না।
কুড়ি বছর পর,
হয়তো আবেগের বশে
গাল গড়িয়ে তুমার মুক্তদানা অশ্রুবিন্দু
আমার কোলকে প্লাবিত করবে না
তুমার স্পর্শে অনুতে অনুতে
প্রলয়ঙ্করী ঝড় উঠবে না।
কুড়ি বছর পর,
তুমার দৃষ্টিতে হইতো খুঁজে পাবো
বরফ জমা শীতল হাহাকার।
কুড়ি বছর পর,
বয়সের ভারে নত আমার অনুভুতি
তোমাতে মিশে হতে চাইবে একাকার
তুমি হয়তো সেদিন ফিরবেনা আর
এই ভেবে,
বিষণ্ণের বর্ষাতে সিক্ত আজ আমার মনভুমি।

Add to favorites
1,518 views