কেউ সুখে নেই -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 16, 2017
স্মৃতির ডায়েরি খুলে চেয়ে থাকি
দূর দিগন্তে
উদাসী মন জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো?
তুমি কি ভালো আছো?
তোমার পিছু পিছু ছুটার তরে
যতটুকু অবহেলা আমায় করেছো
সুখের নীড় খোঁজে তুমি
তত টুকু সুখ কি পেয়েছো?
সুখের দেখা কি পেয়েছো?
স্মৃতি পাতাগুলোতে ধূলো বালি জমে
সময়ের কাছে বড় অসহায়
আজ এ অবেলা যখন আত্মবিলাপ করে
আমার বুক কেঁপে উঠে!
তোমারও কি বুক কেঁপে উঠে?
অত্যাচারিত সময় কে বলো
কি করে করি অবহেলা?
মনে হয় দুই আকাশের দুই বাসিন্দা
কেউই পাইনি সুখের দেখা।
কেউ সুখে নেই
আলী আহম্মেদ
২৯ জুন ২০১৭

Add to favorites
751 views