কোথাও কেউনেই -
পেন্সিলে আকা পরী
Published on: ডিসেম্বর 12, 2015
কোথাও কেউ অপেক্ষা করে বসে নেই আমার জন্য ;
কোথাও কেউ হয়তো কখনওই ছিলোনা কোনোদিন।
শেষ রাতের ট্রেনটাও আমায় ফেলে চলে গেছে ,
বিমূর্ত আমি রুদ্ধশ্বাসে ছুটেও পাইনি তার হাতলে রাখতে হাত !
মাটি কাঁপিয়ে,তীক্ষ্ণ সাইরেনে সম্মুখ পথকে সে জানালো তার আগমনী বার্তা;
অথচ পেছনে পড়ে থাকা আমাকে বেমালুম ভুলেই গেছে ততক্ষনে ।
আর আমি পড়ে আছি কতকটা শীতের দাপটে ঝড়ে পড়া পাতার মতো করেই-নির্জীব,বিবর্ণ !
জানি -কোথাও কেউ অপেক্ষা করে বসে নেই আমার জন্য ….
জানি কোথাও কেউ কোনোদিন ছিলোনা।
ছেলেবেলায় মেলার অগণতি ভীড় ঠেলে যখন পৌছতে পেরেছি দু’পয়সার আলতার দোকানে,
ততক্ষনে বিকি-কিনি শেষে দোকানী গুটিয়েছে তার পসড়া ;
বিব্রত আমি ভেবে নিয়েছি
এ আলতা আমার জন্য ছিলোনা !
তারপর বহু যুগ কেটে গেছে….
আমার কপালের ভাঁজে ভাঁজে সময় লিখে গেছে পরাজয়ের শোকগাঁথা !
জীর্ণ আমি এখনও ভাবি-
কোনো জয় হয়তো আমার অদৃষ্টেই কোনোদিন লেখা ছিলোনা।

Add to favorites
1,617 views