ক্যান্সার -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 26, 2017
চোখে পড়ে শেল্ফের বইগুলি
কত শখের জমানো দিনগুলি
ওখানে বসেছিল সে একদিন
কত রাত কত দিন একপেশে
অনিদ্রায় কাটানো রাত হেসে
ওখানে কেটেছে তার কতদিন
আজ বইগুলি,
জমানো দিনগুলি
ধূলোমাখা বিবর্ণ রাতগুলি
শুধু নীরবতায়
খুব অস্থিরতায়
দিয়ে যায় স্মৃতি হাততালি।
কাঠের আলপিনে কাপরগুলি
ঝুলানো পুরণো সে দিনগুলি
ওখানেই ঝুলছিল সুখ একদিন
ভাঙ্গা কাপে যতনে হাত রেখে
ভাগাভাগি কত না সুখ মেখে
ওখানেও প্রেম ছিল একদিন
আজ দিনগুলি
ঝুলানো কাপরগুলি
তেমনি আছে ভাঙ্গা কাপগুলি
শুধু বিষণ্ণতায়
চোরা মৌনতায়
কেঁদে যায় ছেড়া দিনগুলি।
একসাথে কাটানো দিনগুলি
মায়ার বাসরে সে প্রহরগুলি
ওখানে জুড়ে ছিল সুখ একদিন
বিছানায় বিছানো প্রিয় চাদর
জলজ মায়া ঘেরা সে আদর
ওখানে বিরহ ছিলনা কোনদিন
আজ দিনগুলি
জড়ানো মায়াগুলি
কিছু নেই সাজানো বিরহগুলি
শুধু মলিনতা
দু’চোখে শূন্যতা
ডেকে যায় নিষ্ঠুরতায় বিষাদগুলি।
অবুঝ বায়নায় কপালে ভাঁজগুলি
খুনসুটি আর মারামারি দিনগুলি
ওখানেও অভিমান ছিল একদিন
নড়বড়ে চেয়ারটির হাতল মাঝে
নিউজপেপার কোলে সকাল সাঁঝে
ওখানেও স্বস্থি ছিল কি নিদারুন
আজ সুখগুলি
হারানো দিনগুলি
ছায়া হয়ে পিছু নেয় শোকগুলি
আজ বেলা শেষ
শুধু কাটেনা রেষ
সময়টুকু ছুঁটে যায় অবশেষ।
আলুরদমে আঙ্গুল চাটা দিনগুলি
অভাব মাখা সমঝোতার ক্ষনগুলি
অনুযোগ ছিলনা তো কোনদিন
দু’জনার এক মনে আঁকা স্বপ্ন
সঙ্গমে জড়াজড়ি দুটি প্রাণ মগ্ন
ছবির ফ্রেমে বন্দি ছিল এক জীবন
আজ কিছু নেই
মানুষটি কোথাও নেই
ঘরে ফিরার একদম তাড়া নেই
আজ ক্যান্সারে
মানুষটি ফিরেনা ঘরে
শাদা চাদর জড়িয়ে থাকে সারাদিন।

Add to favorites
684 views