ক্লান্ত পথিক লিখা: মিনা -
Kolpona mina
Published on: নভেম্বর 1, 2020
আলোহীন দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে আজ আমি বড্ড ক্লান্ত
অনেক পথ হেটে হৃদয়ের গভীরে করেছি অনুভব
এ পথ আমার নয় এ কেমন পথ যে পথের শেষ নেই !
কি করে বলো আকাশ ছুঁয়ে দেখি আমার যে একটি বৃত্তের মাঝে বসবাস
একদিন তোমায় আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তুমি কি কিছুই দেখোনা এই যে আমার অনলে পুড়ে যাওয়া, ধীরে ধীরে ইচ্ছেগুলো ছাই হয়ে মিশে যাচ্ছে ধূলোয়
প্রণয়ের হাসি হেসে তুমি সেদিন বলেছিলে আরেহ ! কি করে দেখবো বলো আমি যে জন্মান্ধ ।
হায় ! জন্মান্ধ ছিলে তাই বলে শেষ প্রহরে হৃদয়ের চিৎকার কি শুনতে পাওনি !
তুমি সেদিন অট্ট হাসি দিয়ে বলেছিলে আমি যে বধির ।
তোমার কিছু মিথ্যে প্রয়াসে ছিলো আমার অভিলাষ।
বিশাল এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা হবে
অনন্ত বিষাদ ছুঁয়ে যাওয়া হৃদয়ে আজ শুধুই শূন্যতা
চলেই না হয় যাবো বিনা অভিযোগে শুধু পিছনে পরে থাকবে কিছু আক্ষেপ, মায়া,ক্রোধ আর ঘৃণা ।
একদিন হ্যাঁ একদিন এই ক্লান্তির পথকে হার মানিয়ে আলিঙ্গন হবে মৃত্যুর সাথে
শেষ হবে পৃথিবীর সাথে সমস্ত লেনদেন
শেষ আয়োজনে কে পাশে থাকবে দুফোঁটা চোখের জল ফেলবে আর কে হাসবে তা আর দেখা হবেনা।
ফিরে এসে আর কাউকে বলা হবেনা আমার জন্য একটুও কষ্ট হলোনা , হৃদয় একবারও কেঁদে উঠলো না আমার অন্তিম সময়ে !

Add to favorites
632 views