ক্ষমা -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 17, 2020
পৃথিবী আমাকে করেছে ক্ষমা করেনি ক্ষমা সে,
রাত দুপুরের অসীম মায়ায় শুনিয়েছে গান যে ।
হৃদয় মাঝেতে সকাল বিকাল আনাগোনা ছিল যার,
সকল দুখের সমাধান হবে প্রতিজ্ঞা ছিল তার ।
অল্প সময়ে মমতায় মেখে ভরিয়েছে যায় মায়া,
পলে পলে যায় মুখের মুরতি ছিয়েছিল কত ছায়া ।
সান্তনা দিয়ে ভরাবে আমার অপ্রাপ্তির ষোলকলা,
অথচ শেষেতে দেখেছি যে তার নন্দিত ছলাকলা ।
পরম প্রাপ্তি ভেবছি য তারে অলক্ষ্যে আবদারে,
আত্মার দেশে খুঁজে ফিরে সদা নিত্য পেয়েছি যারে।
হাসির আড়ালে দেখেছি যখন অন্য রুপের খেলা,
স্বার্থের মোহে চালায় সে তার নিপুণ প্রেম ভেলা ।
কথা ছিল হবো আত্মার সাথী ভালো খারাপের মাঝে,
স্থিরতার মাঝে দৃঢ়তার সাথে সকাল সন্ধ্যা সাঁঝে ।
চাইনি যেটুকু পেয়েছি যে তাই তারকাছে পরিশেষে,
অপবাদ নিয়ে আজকে একলা আবার নিজের দেশে।
খেলনার মতো খেলে গেলো সখা বিশ্বাস নিয়ে আমার,
পায়ে দিয়ে হাত মাথা ঠুকে আমি পাইনি ক্ষমা তার ।

Add to favorites
1,938 views