খুঁজবে তুমি খুঁজবে -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 11, 2014
খুঁজবে তুমি খুঁজবে
আসমান জমিন তন্ন করে
দেবদারু অশ্বথ ছায়া তলে
বুড়িয়ে যাওয়া সময় হারিয়ে
খুঁজবে আমায় একলা বিকেলে।
খুঁজবে তুমি খুঁজবে
গোধূলী বেলায় নদীর পাড়ে
খুঁজবে আমায় গাছে-ডালে
বিশাল সাগরের শান্ত তীরে
নিঃসঙ্গতা যেখানে আছড়ে পড়ে।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় বাসের ভীরে
লোকালয়ে মানুষের ভীরে
পার্কের কোন নিরালা ছায়ায়
পাখিদের গানে সুরে সুরে।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় ভরা জ্বোৎস্নায়
একলা চাদরে রাতের বিছানায়
এপাশ ওপাশ রাতভর যদি
ঘুম না আসে জল-জ্বোৎস্নায়।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় অনুতাপে
ভীষণ ক্ষরায় প্রায়শ্চিত্তে
দুষ্টু লোকের নষ্টামিতে
একলা পৃথিবীর আঁধার রাতে।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় জ্বলে স্থলে
সঙ্গীহীন তুমি ডাঙ্গায় ঘুরে
নিশুতি রাতে ঘুম ভেঙে
ছুঁতে না পাও যদি পাশ ফিরে।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় কূয়াশা প্রাতে
সন্ধ্যা হতে রাত অবধি
ঝিঁঝিঁ পোকার বেসুরা সুরে
আড়াল করে প্রেম সমাধী।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় বাউলের গানে
উচ্ছল কিশোরীর বাড়ন্ত প্রাণে
ছেয়ে যাওয়া সবুজের মাঠে
অদৃশ্য এক মায়ার টানে।
খুঁজবে তুমি খুঁজবে
খুঁজবে আমায় দিবস রজনী।

Add to favorites
1,244 views