খেয়া মাঝি -
Kumaresh Sardar
Published on: সেপ্টেম্বর 2, 2020
মাঝি খেয়া দেয় সারাদিন
বৈঠা বায় বিরামহীন
হাল ধরে গীতি গায়,
লোকটা সুভাষী, লোক সেবক
সব সময় হাসি মুখ
মামুলি হিয়াটায়।
চলে নিঃসৃতির বিপরীত
পাল তোলে তক্ষণাৎ,
বাতাসের সাথে ধায়!
কাজ তার পারাপার অহভর
নেই কোনো অবসর
দাঁড় টেনে চলে যায়।
দিনটা দুর্যোগের যাত্রী কম
হাজির সে ছেড়ে ধাম!
বলে তার আছে দায়।
ঝঞ্ঝায় চেনা পথ নদীটায়
দক্ষতায় নৌকা বায়
ভীতদের সাহস দেয়।
দিন শেষ চাউল ডাল কিনে নেয়,
ভাত খেয়ে নিদ্রা যায়।
পরের দিন খেয়া বায়।
ভাবে পারাপার এনে দেয়
পুণ্যতা উপচয়,
আখেরেতে জমা হয়।
বি.দ্র. স্তবক – তিন চরণের, প্রতি স্তবকের
শেষে মিত্রাক্ষর
চরণ – ১ম চরণ তিন
পর্ব(প্রথমটা অতিপর্ব),অন্য
দুই চরণ ২ পর্বের, ১ম দুই
চরণ মিত্রাক্ষর
পর্ব – অতিপর্ব ২ মাত্রার,পূর্ণ পর্ব ৩
মাত্রার
লয় – দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত

Add to favorites
867 views