খোদার কাছে সব বলে দেব -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 15, 2018
কিশোরী ধরে আছে ভাইটির মুখে গ্যাস মাস্কটি তখনো
পরম মমতায় আকাশ তলে,
উড়ে গেল কালো মেঘ জলজ হাওয়ায়
মৃত্যুর পরও মস্তিষ্ক সচল থাকে যতক্ষন
ততক্ষন শুধু ক্লোরিন গ্যাস হতে
ভাইটিকে টিকিয়ে রাখার চেষ্টা!
ঈশ্বর নিশ্চুপ; নিরলস বসে
অ্ভিমান বুকে নিয়ে আকাশ পথে দৃষ্টিপাতে
খোদার কাছে সব বলে দেয়ার অভিপ্রায়ে;
কিশোরী বোন চুপচাপ মরে যায়।
গ্যাস মাস্কটি তখনো ভাইটির মুখে চাপা
ঈশ্বর দেখেন; তখনো চুপচাপ দেখেন।
ঘৌথাতে বিদ্রোহী ঘাঁটি,
মার্কিন-ব্রিটিশ সাহায্যপুষ্ট জইশ-ই-মোহাম্মদ
আছে হরকত নুর আদ্দিন জঙ্গি আন্দোলন,
সিরিয় আল-কায়েদা,
আছে সৌদি অর্থপুষ্ট হরকত আহরার আল শাম আল ইসলামিয়া
মদদে বিশ্বসেরা জুয়াড়ী মার্কিন যুক্তরাষ্ট্র
আছে ইসরায়েল,
মধ্যপ্রাচ্য ভোগের বাসনা তাদের;
লক্ষাধীক বয়োবৃদ্ধ- শিশুর মৃত্যুর আদি কারণ!
অবশেষে, সিরিয়া বিদ্রোহী উৎখাতে,
বাসার আল আসাদ নিয়ম ব্যত্যয়ে ভুল সমীকরণে
ক্লোরিন গ্যাসে বিদ্রোহ নিয়ন্ত্রণে
মানবতা লঙ্ঘনে ভূপাতিত করে বিশ্ব সহিংসতা
শ্বাসকষ্টে বহু শিশু
দিশেহারা লাখো মানুষ,
রাষ্ট্রীয় দাবা চালে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইসরায়েল
কে কাকে মারে? কে মরে? কে হারে?
ঈশ্বর দেখেন; তখনো চুপচাপ দেখেন।
বিশ্বশান্তি ভেস্তে যাওয়ার আশংকায় জাতিসংঘ কেবল দীর্ঘশ্বাস ছাড়ে,
বিশ্বনেতারা ককটেইল পার্টিতে মহাব্যস্ত
উস্কানীতে মার্কিন যুক্তরাষ্ট্র- রাশিয়া কি ইসরায়েল
কেউ দমে নেই,
ফলাফলে বিধ্বস্ত মানুষ, ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ ও শিশু
পশ্চিমাগোষ্ঠীর স্টিম রোলারে রক্তে ভাসে আরব রাষ্ট্রসমূহ
মিসর, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মির, মিয়ানমার রোহিঙ্গা-
সর্বত্র ইথারে ভাসে নিপীড়িত মুসলিম জনগষ্ঠীর কান্না
কুর্দি অধ্যুষিত কোবানিতে,
ক্ষমতাসীন বাশার আল আসাদের বোমারু বিমান
অন্যদিকে আসাদবিরোধী মার্কিন মদদপুষ্ট জোটের মেশিনগানের গুলি,
মরছে কে? কে ভাগছে? কে খুড়ছে পাঁজরের হাড়?
দিশাহারা লাখো লাখো মানুষ!
তবু ঘুম ভাঙ্গেনা মুসলিম নামধারী শাসকদের!
ধ্বংসস্তুপে চাপা পড়া শিশু, নারী-পুরুষ
ঘরে-বাহিরে-পথে মানুষের অর্ধগলিত লাশ
বেঁচে আছে যারা মাংসহীন শরীরে,
ঘাস, লতাপাতা, কুকুর-বিড়ালের মাংস খেয়ে
তারাও মানুষ!
জাতিসংঘ প্রতিবন্ধি, ব্যর্থ
বিশ্ববিবেক স্টেরয়েড ইনজেক্টেড,
প্রতিবেশী মুসলিম শুধু তাকিয়ে থাকে জন্মান্ধ বলে
রাসায়নিক বিষক্রীয়ায় শ্বাসরুদ্ধ হয়ে শিশু মৃত্যুর আওয়াজ;
বিশ্বমানবতার কানে আজ কেবল “ব্যাকগ্রাউন্ড নয়েজ।”
ঈশ্বর দেখেন; তখনো চুপচাপ দেখেন।

Add to favorites
683 views