খোশ আমদেদ মাহে রমজান লিখা:মিনা -
Kolpona mina
Published on: এপ্রিল 20, 2021
বছর ঘুরে এলো আবার খোশ আমদেদ মাহে রমজান
তোমার দরবারে শুকরিয়া হে রহীম ও রহমান
কত নেয়ামত প্রভু তুমি করেছো যে দান
যেদিকে তাকাই শুধু তোমারি গুণগান
প্রথম দশক রহমতে প্রভু আমাদের উপর করিও রহমত বর্ষণ
দ্বিতীয় দশক মাগফেরাতে প্রভু মোদের করিও ক্ষমা
ইয়া আল্লাহ শেষ দশক নাজাতে যেন করে দাও মোদের সব পাপ মোচন।
তোমারি দেয়া খাদ্য দিয়ে প্রভু সেহরি করি
আবার তোমার দেয়া নেয়ামত দিয়ে ইফতার করি
ইয়া আল্লাহ তোমার এত নেয়ামত আমরা মাথা নত করে স্বীকার করি।
দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন পরপারে
মাফ করে দিয়গো প্রভু এবারের তরে
আমরা প্রভু গোনাহগার বেঁচে আছি গভীর নিঃশ্বাসে
মৃত্যুর লাইনে দাঁড়িয়ে না জানি কবে ডাক আসে
পাপের বোঝা বড্ড ভারী করে
আমরা যেতে চাইনা অন্ধকার কবরে
ইয়া আল্লাহ তওবা কবুল না করে আমাদের জীবন নিওনা কেড়ে।
এই খোশ আমদেদ মাহে রমজানে প্রভু তুমি যাদের দিবে ক্ষমা করে
তাদের কাতারে দাঁড় করিও গো প্রভু আমারে।

Add to favorites
503 views