গণিমিয়ার সোনালী স্বপ্ন -
মোঃ আওছাফুর রহমান
Published on: ডিসেম্বর 1, 2017
উৎশৃংখল মেয়েগুলোর পাশে যেমন-
শালীন কিশোরীর দল,
শরতের দূর্বার ঘাসবনের পাশে
তেমনি যেন সবুজ তরুনী ধানক্ষেত
কিশোরীর ওড়নার মত
গাছগুলি, পাতারা বাতাসের সাথে
খেলছে, গাইছে সমধুর গান।
কৃষক গনিমিয়া হাত বুলায় আর
স্বপ্নের জাল বুনে।
একদিন এদের যৌবন আসে
আরো সুন্দরী হয়ে, গাঢ় সবুজ বসনে
শরীরের বাঁকগুলি, আটোঁসাটোঁ
জলের বুকচিরে, সূর্যের আলো মাখে
আর বাতাসে এলোচুলে
ময়ুরীর মত যৌবনের গান গায়।
আরো কিছুদিন পরে
গণিমিয়া যায় ক্ষেতে
দেখে, হাজারে-লক্ষ্যে প্রসুতি মাতা
নিলাভ-সবুজ বসনে
মাথায় ধুসর-সবুজ ঘোমটা
লাজুকতা, মাথানিচু আর
সবুজ-হলুদাভ হালকা কাপড়ে
জরায়ু ঢাকার ব্যর্থ প্রয়াস,
গণিমিয়া হাসে আর পরম আদরে
সারাবদনে হাত বুলায়।
একদিন যেদিন বাতাসে হীমেল গন্ধ
সব প্রসূতি একসাথে
তাদের সোনালী সন্তানগুলো
উচিঁয়ে ধরে নাচায়-
শিশিরের তৈল আর সূর্যের আলো
গায়ে মাখিয়ে সন্তানদের পুষ্ট করতে
মাতৃ সফলতা আনতে সচেষ্ট,
সফল হয়, কৃষক গণিমিয়ার
সোনালী স্বপ্ন।

Add to favorites
425 views