গাঁথি এই প্রাণে -
Nancy Dewan
Published on: সেপ্টেম্বর 13, 2020
মোহন সুরে কে বাজায়ে বাঁশি
ওই দূরে
তারে,দেখিতে না পাই
দেখিবার স্বাদ মোর বড়োই জাগে
এই প্রাণে
মোর আপন মনে
খুঁজি তারে আমি বারে বারে ।
মোর গানেরই সুর
তারে ডেকে দিশেহারা
সে বাজায়ে বাঁশি কোন পানে
নিঠুর বন্ধু না বাজায়ও আর তোমার বাঁশি
বাঁশির সুরে ঘরে, মন কেমনে রয়ে;
মন যে আমার বড়োই উতাল
জানি, ভালোবাসা আছে ভরে
আছে এই হৃদয় জুড়ে
কিসের টানে, বড়শি গাঁথি এই প্রাণে ।
তারে ডেকে দিশেহারা
না, বাজায়ও আর তোমার সুরেলা বাঁশি
বাঁশির সুরে মন কেমনে ঘরে রয়ে;
মন আমার ঘর ছাড়া
তোমার লাগি আমি
গেঁথেছি এক বেলি ফুলের মালা ।

Add to favorites
886 views