গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৫ -
লক্ষ্মণ ভাণ্ডারী
Published on: নভেম্বর 14, 2019
গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৫
-লক্ষ্মণ ভাণ্ডারী
আমার এ গান বাংলার গান
মাটির গান আমি গেয়ে যাই।
আমার গাঁয়ের সবুজ ছায়ায়
আমি মাটি মায়ের পরশ পাই।
আমার গাঁয়ে পথের বাঁকে
গরু বাছুর দাঁড়িয়ে থাকে,
বধূরা সবাই কলসী কাঁখে,
জল নিয়ে আপন ঘরে যায়।
আমার এ গান বাংলার গান
মাটির গান আমি গেয়ে যাই।
মাটির বুকে স্নেহের পরশ,
বৃষ্টির জলে মাটি সরস,
মাটির গন্ধে চিত্ত বিবশ,
মাটি আমার সুখের স্বর্গ ঠাঁই।
আমার এ গান বাংলার গান
মাটির গান আমি গেয়ে যাই।
এই মাটিতে গাঁয়ের চাষী,
ফলায় সোনা রাশি রাশি,
মধুর সুরে বাঁশের বাঁশি,
বাজায় গাঁয়ের রাখাল ভাই।
আমার এ গান বাংলার গান
মাটির গান আমি গেয়ে যাই।
এই মাটিতে জন্ম আমার,
জন্মভূমি মা যে সবাকার,
ঠেকাই মাথা চরণে তার,
মাটি মায়ের তুলনা যে নাই।
আমার এ গান বাংলার গান
মাটির গান আমি গেয়ে যাই।

Add to favorites
1,710 views