গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-১ -
লক্ষ্মণ ভাণ্ডারী
Published on: আগস্ট 21, 2019
গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-১
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে পূব গগনে
সূর্য ওঠে সকালবেলা,
আমার গাঁয়ে পথের বাঁকে
পাখিরা সব করে খেলা।
আমার গাঁয়ে দিঘির জলে
মরালমরালী সাঁতার কাটে,
আমার গাঁয়ে গাঁয়ের চাষী
লাঙল চালায় মাঠে মাঠে।
আমার গাঁয়ে বাঁধের ধারে
আম কাঁঠালের আছে বন,
বাঁশ বাগানে মোরগ ডাকে
ভরে ওঠে তাই আমার মন।
আমার গাঁয়ে বেড়ার ধারে
গরু বাছুর দাঁড়িয়ে থাকে,
দুপুর হলে ফেরি-ওয়ালা
ফেরি নিয়ে রোজই হাঁকে।
আমার গাঁয়ে নদীর জলে
গাঁয়ের মাঝি বৈঠা বায়,
দিনের শেষে সুর্য লুকায়
আঁধার নামে আমার গাঁয়।

Add to favorites
847 views