গাঁয়ে আছে স্নেহছায়া ……আছে মায়া আমার গাঁয়ের কবিতা-১ (প্রথম পর্ব) -
লক্ষ্মণ ভাণ্ডারী
Published on: নভেম্বর 30, 2019
গাঁয়ে আছে স্নেহছায়া ……আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-১ (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর, ছোট ছোট গাছে,
প্রভাতে তপন হাসে ছোট পাখি নাচে।
কুসুম কাননে সব ফুলকলি ফোটে,
রাখাল গরুর পাল নিয়ে যায় গোঠে।
সোনা রোদ পড়ে ঝরে মাটির উঠানে,
চারদিক ভরে ওঠে পাখিদের গানে।
গ্রাম ছেড়ে রাঙাপথ চলে গেছে দূরে,
নদীধারে বাজে বাঁশি রাখালিয়া সুরে।
অজয়ের নদীজল শান্ত সুশীতল,
বোঝা নিয়ে পার হয় হাটুরের দল।
বেলা যেই আসে পড়ে ভেঙে যায় হাট,
সাঁঝের আঁধারে থাকে অজয়ের ঘাট।
গাঁয়ে আছে স্নেহছায়া আছে তরুছায়া,
মা, মাটি মানুষ আছে মমতা ও মায়া।

Add to favorites
2,023 views