গুরু -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
গুরু
আরিফুল ইসলাম
হে শ্রদ্ধেয়
আপনার পদধূলি আমার মাথায় রাখব
আপনার উপদেশবলী অন্তরে সাজিয়ে রাখব
আপনার আদর্শ জীবনে প্রতিফলিত করব
আপনার অনুপ্রেরণা অন্যর জীবনে ফুটিয়ে তুলব
আপনার চলার পথ আমার চলার পথ করব
আপনার পবিত্র স্নেহমাখা হাত আমার মাথায় রাখুন
আর্শিবাদ করেন প্রাণ খুলে।
আপনার স্নেহধারায় সিক্ত হয়ে
ধরণীর বুকে আপনার আলোয় আলোকিত হয়ে
সুন্দর পৃথিবীর বুকে মানুষ হিসেবে বসবাস করতে চাই।

Add to favorites
645 views