গোপন কথা! -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 16, 2013
গোপন কথাটি,
বলি বলি করে আজ সাতটি বছর গেলো
বেলার কোলে দেখি অবেলার হামাগুড়ি
ছোট চাড়া গাছটিতে মুকুল আর জামরুল এর সমারোহ
শ্যাওলা পিচ্ছিল কলপাড়ে অদৃশ্য ছত্রাকের বসতি
বসন্ত এলো, বসন্ত গেলো
কেবল সদ্য মাজা চকচকে রুপোর থালায়,
এক ফালি চাঁদ আর মুঠো রাশি জ্বোছনা নিয়ে
সময় এলোনা ঘুরে আমার দুয়ারে;
আমার গোপন কথাটি আজো হলোনা বলা।
চন্দ্রা এলো ১১ বছর পর ফিরে বাপের ভিটায়,
মরন কাকুর মাঠ ভরে গেল সোনালী ধাঁনে
বছর বছর ঋতু এলো ঘুরে ফিরে
অবশেষে শুভদা জানালো যা ছিল তার গোপন মনের গহিনে
কেবল আমার সময় এলোনা ফিরে,
এলোনা আমার ঘরের চৌকাঠ মাড়িয়ে
কোন এক বর্ষার রাতে
কিংবা বুকের ছাতি ফাঁটা রোদ্দুর দুপুরে
গোপন অভিসারে, তৃষনায় ফাঁটা খরখরে ঠোটের কাছে;
কান পেতে আমার গোপন কথার শুনার অভিলাষে।
আমার একটি গোপন কথা,
সময়ের দাবী হয়ে অসময়ের অবহেলিত বাক্সে
স্যাতস্যাতে মৃত্তিকার আমিষভেজা গন্ধে
আজ বহুবছর গুমড়ে কাঁদে নীরবে নিভৃতে!
সেবার পুঁজোর মন্ডপে শ্রাবনের মেঘলা দুপুরে
গোপন কথাটি বলতে গিয়ে
রবিশংকর বেজে উঠেছিল বুকের অতলে
মেঘে মেঘে সোনা রং, শালিকের ঝাঁক পাখা ঝাপটিয়ে,
আকাশের বুক ফুঁড়ে সাত রংগা রংধনু,
কৃষনচুড়ার শাখায় লালে লালে রক্তভুমি
হঠাৎ যে কি হলো!
কি এক অস্পৃশ্য দানব টুটি চেপে ধরলো
গোপন কথা গোপনেই রয়ে গেলো
আজো বলা হলোনা!
বুকে নিয়ে হাজারো অশ্রুকনা
ছুটে চলেছে আমার গোপন কথা
মহাশুন্যের এপার হতে ওপারে
শত শত মাইল পেড়িয়ে, পেড়িয়ে যাচ্ছে অসীম কৃষ্ণগহ্বর।
জ্বোৎস্নার বুকে মৃত অন্ধকার ডেকে
সময় বয়ে যায় অভিলাষের উর্ধে
গোপন কথাটি হয় না বলা;
গোপনেই রয়ে যায় ।

Add to favorites
1,360 views