মধ্য রাতে রোদন !
আমি আর রাত্রি ছাড়া
এখানে তো কেউই নেই ;
ভূতের খুনসুটি কি ?
আমার ভিতরের আমি ?
না; সেও তো ফোঁপাচ্ছে না ;
তবে ইটের দেয়াল
কার কান্নার জলে ভেসে যাচ্ছে এমন ?
সফেদ প্লাস্টার ভেদ করে
ক্ষতবিক্ষত ইটগুলি বলে উঠল
পোড়া মাটির এই খাঁচা ভেঙে
আবার সেই মুক্ত কাঁচা মাটি হয়ে
মূলের সাথে মিলেনের আশে
নীরব ঝর্ণা হয়ে শুধু বইছি ।
আমার ভেতরের আমিটাও
হঠাৎ যেন কেঁদে উঠে বলল;
একই মিলনের ক্ষণ শুধু গুনছি ।

Add to favorites
861 views