ঘর -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 30, 2013
আঙ্গুলের স্পর্শে একবার ছুঁয়ে দিলেই কেন পৃথিবী অছ্যুত হয়ে যায়
জিভের ডগায় চেটে দিলেই বিষাক্ত
বুকের জমিনে মাদুর পেতে আরো একটিবার অতিথী আপ্যায়ন;
কেন হয়না ?
ভাগ্যের উঠোনে কচি সবুজ ঘাসের তলে অতীত ,
ইটের উপর ইট, সুখের বিনি সুতোয় কষ্টের শব্দের গাথুনী
ছুড়ে ফেলে দেয়া বক্ষ বন্ধনী যেখানে অদৃশ্য কারো থাবা
আবারো সেই বুকের জমিনে ভালবাসার চাষ!
শক্ত খুটি, না হয় বাঁশের বেরায় দেয়াল তুলা
নড়বড়ে পৃথিবী যেখানে অস্থির,
সেখানে আমার ইটের উপর ইট গাধুনী!
ঘরের উপর কেন ঘর হয়না ?