ঘুম -
Mithila
Published on: অক্টোবর 29, 2017
দিন গড়িয়ে সন্ধ্যা হলো
রাত হলো নিঝুম,
আয়রে আমার চোখের কোণে
লুকিয়ে থাকা ঘুম।
রাতের বেলা হাতড়ে খুঁজি
অন্ধকারের মাঝে,
দিনের বেলা ব্যস্ত থাকি
নানান রকম কাজে।
হরেক রকম কষ্ট বুকে
যায় না ছোঁয়া তাকে,
কষ্ট গুলো বুকের মাঝে
চুপটি করে থাকে।
কষ্ট গুলো দিনের বেলায়
আটকা পড়ে থাকে,
রাতের বেলায় চোখের মাঝে
নানান ছবি আঁকে।
তাই তো ওরে ঘুমটি মোরে
স্বস্তি দিয়ে যা,
ঘুমের তরে শান্তি ছায়ায়
এলিয়ে দিব গা।
ঘুমের আশায় রাত জেগে রয়
হাজার রকম পাখি,
মাঝ রাত এ দীর্ঘশ্বাস এ
উঠে শুধু ডাকি।
কষ্ট গুলো জমা করে
লুকিয়ে রাখি মনে,
যায় না বলা অনেক কষ্ট
কাঁদে ক্ষণে ক্ষণে।
ঘুমরে তুই চোখের পাতায়
চুপটি করে বস,
কষ্ট গুলো ভুলিয়ে দে তুই
আপন যদি হোস।
ঘুমরে তুইও অভিমানে
চলে গেছিস দূরে,
সবার মত তুইও কি
আসবি না আর ফিরে?
সবাই না হয় ভুল বুঝেছে
তুই বুঝেছিস কি?
পালাক্রমে চলে গেলি
ফিরে তাকাস নি।
মনটা ভরে ডাকছি তোরে
আপন করে নে,
সব ভুলে ফিরে আয়
আবার চোখের কোণে।
আমি এবার ঘুমাতে চাই
কষ্ট গুলো ভুলে,
ফিরে আয় ঘুম চাই যে তোকে
নেবো আগের মত তুলে।
রাতটা জেগে পাহাড়া দেয়
রাতের পাখি হুতুম,
আয়রে আমার চোখের কোনে
লুকিয়ে থাকা ঘুম।

Add to favorites
743 views