চতুর্মুখী বর্ষা -
এইচ বি রিতা
Published on: জুন 21, 2013
চতুর্মুখী বর্ষা নারী রূপে আসিছে আবার ফিরি
কুহক জাগিছে আজি শ্রাবন ধারায় আসমান ঘিরি।
শ্রাবন সন্ধ্যায় মেঘবতী উড়িছে রামগিরি পর্বত চিরি
প্রিয়ার বিরহ যাতনায় তাই বুঝি যক্ষের মন হলো ভারী।
বর্ষা কভু ললনার অঙ্কুরিত প্রেম বন্দনায়
কভু শোভাসিত ফুলে ফুলে
বর্ষা রয়েছে জরায়ে প্রকৃতির কোলে
কভু শৈশব কৈশোরের স্মৃতি চিত্তে দোলে।
আজি বর্ষা লগ্নে প্রাণো কাঁপে থরতর আঁখি জলে ভরে
নদ-নদী জলধারা উপচিয়া পরে অলক্ষ্যে ধরণীর পরে।
বাদল রাতের বর্ষণে প্রেমিকের চিত্তে লাগিছে গো বিরহের সুর
তিয়াশায় ফাঁটিছে বুক বিদায়ী লগ্নে,
বর্ষায় ভরিছে কবির মনোকুড়।
মেঘ ভাসিছে আসমানে গুঁড়িগুঁড়ি বর্ষনে, কৃষকের দীর্ঘশ্বাস বুক চিরি
শ্মশান নামিছে মাঠেঘাটে শুন্যতায় চারিদ্বার রয়েছে ঘিরি।
ধুইয়ে যাক শোকগাঁথা- সকল ব্যথা আজি বর্ষার জলধারায়
হাঁটু পানিতে কিশোর-কিশোরী ভাসুক
আগামী স্রোতের মোহনায়।
বর্ষা তবু আসে ফিরিয়া শিহরণে কভু বিষাদ্বের নুপূর পায়ে
লাগিয়া থাকুক বর্ষার সন্মোহন তবে নব প্রজন্মের
গায়ে গায়ে।

Add to favorites
3,073 views