চন্দ্রকথন -
Emran Hasan Joy
Published on: এপ্রিল 19, 2017
ও চাঁদ তুমিকি তাকে দেখো, যেমন দেখো আমায়?
বদনকি তার ছেয়ে থাকে বিরহী মায়ায়?
নির্ঘুম হীরকচমকিত চোখে অদৃষ্টের জিজ্ঞাসায়?
ও চাঁদ তুমিকি তাকে ছোঁও, যেমন ছোঁও আমায়?
দাওকি তার উত্তাল সাগরে জোছনার বিলাপ?
তোমার আলোর হাতের স্পর্শ বড্ড জ্বালাময়ী।
তার কাছে নিশ্চই তা জ্বালাময়।
তাকে আর জ্বালিয়োনা নিঠুর হয়ে।
তুমি বরং ডুবে থাকো মেঘের আড়ালে দুই আকাশে।
ওগো চাঁদ, তুমিকি তার হাসিমুখ দেখেছো ঘোর লাগা চোখে?
মুক্তঝড়া যে হাসি ঝংকার তোলে শ্রবণে?
আর তার চপল মায়াকারা আঁখি,
দেখেছোকি তুমি?
দেখেছোকি তার দীঘল চুলের ঢেউ খেলতে বাতাসে?
যদি দেখে থাকো, নিশ্চিত তুমি প্রেমে পড়েছো বোকা চাঁদ!
ওগো চাঁদ, তোমায় বড্ড হিংসে হয়..
ইচ্ছে হয় তাওয়ায় ফেলে ঝলসে দেই তোমার মুখ!
চাইলেই তুমি দেখে নিতে পারো মন ভরে,
ছুঁয়ে দাও যখন তখন, আর আমি..!!
প্রতিনিয়ত ছটফট করি জলপিপাসায়।
দূর সীমানায় দৃষ্টির যেথা মিলন হয় বিন্দুতে,
তার আর আমার মিলন বিন্দুযে তুমি ওগো চাঁদ।
মোর কাছে নেমে এসো প্রেয়সীর ছায়া হয়ে,
তার কাছে বিলিয়ে দাও প্রেমিকের সুখ।
সে যে বড্ড একা..
তাকে দেখে রেখো, ওগো চাঁদ..

Add to favorites
575 views