চিকুর -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 1, 2015
হাজার রজনী নির্ঘুম পাড়ি তব দেখা যদি পাই তার
অর্ঘ্য মালায় তপস্যা, বিরহে বারিধারা ঝড়ে
দীর্ঘ থেকে দীর্ঘতর দীর্ঘশ্বাসে মেঘবন্দি শহর,
সে কি জানে চোখের ভিতর কেমন কষ্ট নড়ে!
পেড়িয়েছি মাঠ কৃষ্ণচূড়ার ডালে,
স্বপ্নরা উড়ে বিষনণ্ণ রাতে
পেড়িয়ে যাই মহাশূন্য থেকে কৃষ্ণগহব্বর
এক জনম শুন্য হাতে।
দেখি ধুপছায়া ঊজান ভাটিতে খাঁ খাঁ চারিদিক
আকাশনীলা ওপারে ছুয়ে থাকে জমিনের বুক
মেঘদুতের নীরব কান্নায় কাঁশবনে উড়ে বিষাদের ছায়া
ভীত আমি তপসী ললনা রাতের আঁধারে লুকাই মুখ।
কেবা জানে কার বেদনা আঁশীবিষে
কে কারে করেছে দংশন
যাতনা সহে যে দুঃখের পেয়ালা হাতে,
ভগ্ন তার সাধন ভজন।
তবু যেনে নিও চিকুর উড়িয়ে হৈমন্তি বাতাসে
রয়ে যাই পৃথিবীর মায়ায়
হাসির আড়ালে বুকের পাঁজর ভেদে কষ্টে;
আমার এক জনম হাড়ায়।

Add to favorites
1,063 views