চিরগমন -
এইচ বি রিতা
Published on: মে 3, 2014
দূরে গেলেই যদি তোমার সুখ হয়
যদি দূরে গেলেই ব্যথা উপশম হয়,
তবে না হয় দুরেই চলে গেলাম!
দূরে গেলেই যদি তোমার আকাশ শান্ত হয়,
যদি দূরে গেলেই ধরণী কোমল রয়,
তবে না হয় আকাশের বুকে শুভ্র জলছায়া আর নাই বা খুঁজলাম!
বদলে যাওয়া যদি তোমার নতুন পথের সূচনা হয়,
যদি আমার ছায়া তোমার পথের অন্তরায় হয়,
তবে না হয় লুকিয়ে গেলাম গোধূলী বেলায় রক্তিম আভায়।
মন-বিষাদে পুড়িয়ে দিলাম আমার সব আনন্দ
সরে গেলাম,
সরিয়ে নিলাম নির্জনে গোপনে স্বপ্ন বুনা মন।
দূরে গেলেই যদি ভালো থাকো,
তবে গেলাম দূরে বহু দূরে তোমার মায়া ছেড়ে
কষ্ট যত বাহুডুরে যাক উড়ে,
সুপ্ত লয়ে মনের কোনে হোক তম বিষাদ
তবু ভালো থাকো একটা সকাল, একটা বিকেল
পুর্ণ হোক তোমার সাত জনমের স্বাধ।
থাক না আমার সন্ধ্যাবাতি আধো আলো আধো নিভু
যাক না জ্বলে একলা রাতি চোখের কোনে কাজলা দিদি
দিন হয়ে যাক আঁধার কালো বুকের পাঁজর ভেঙে গুড়ো
শ্মশান ঘাটে লাশ হয়ে যাই হোক তবু তোমার স্বপ্ন পূরণ।
দুরে গেলেই যদি সুখে থাকো,
তবে নিলেম তুলে অনাধীকার যত চরা দামে দিয়েছিলে কিনে
গেলাম ভুলে এক চোখে দেখা স্বপ্ন সকল
দূরে গেলেই যদি তুমি সুখী হও,
না হয় গেলাম সরে
রাতের তারা পড়ুক ঝরে মন খারাপের উঠোনে
একটা নদী একলা থাকুক তোমার আমার অভিমানে।
যাক ধুয়ে আজ ব্যথা যত অশ্রুজলে ভেসে
দূরেই থাকি তবু যদি তোমার মন উঠে হেসে।
দূরে গেলেই যদি ভালো থাকো,
তবে না হয় গেলাম দূরে
ধুলো পথে একলা ঘুরে দুঃখ নিলেম কিনে
উপায় খুঁজি বেঁচে থাকার তোমার বিহনে!
দুরে গেলেই যদি ভাল থাকো,
তবে গেলাম সরে!

Add to favorites
767 views