চিরঞ্জিবী -
Kumaresh Sardar
Published on: আগস্ট 15, 2020
বঙ্গবন্ধু, তুমি মহীয়ান
চিরঞ্জিবী ঐ, তুমি অম্লান,
ভেবেছিল ওরা সব শেষ হলো,
বোকা তারা তাই কিছু না বুঝল।
ফিনিক্স পাখির নাশে জাগরণ,
মৃত্যুতে তার পুন বিজনন।
মৃত্যু তোমারে করেছে হরণ,
কোটি প্রাণেই তা দিল জাগরণ।
মৃত্যুর মাঝে সহস্র প্রাণ
দিয়ে দর্শন ধরেছে যে গান,
চেতনায় তুমি, ভাবনায় তুমি,
ভালোবেসেছিলে এ বঙ্গভূমি।
দুঃখীরে বড় ভালোবেসেছিলে
মুখেতে তাদের হাসি চেয়েছিলে
দুখিনী মায়েরে করে আপনার,
আঁকিলে স্বপন মনে বার বার।
মেঘের আড়ালে থাকে দিনপতি
কে রোধে তাকে, কিবা সে শক্তি?
মহানায়কের মহাজাগরণ
বাঙালি হৃদয়ে করেছে ধারণ।
চাঁদ- সুরুজের আলোক যেমন
সত্য,শোভন ও চিরন্তন,
বাঙালির মাঝে তুমিও তেমন
অনন্তকাল রবে জাগরণ।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৬+৬
লয় – মধ্যম
ছন্দের নাম – মাত্রাবৃত্ত

Add to favorites
813 views