ছেলের ভালোবাসা -
Kumaresh Sardar
Published on: নভেম্বর 21, 2020
মা কয় বাছারে মোর ফুলেছে পা দুটি,
ডাক্তারের কাছে যাবি? নিয়ে একটু ছুটি,
ছেলে কয় মাগো শোনো আছে বহু কাজ,
সব কাজ সাঙ্গ করতে হয়ে যাবে সাঁঝ।
প্রেয়সী বলে জান কি? বোধ করি জ্বর
বলনি কেন একবার, আমি তব পর?
চলো চলো যাই এবে ডাক্তারের কাছে
সন্দ করি তোমার ঐ জ্বর বাড়ে পাছে।
বাছা, বাজারে যা আজ পারি বইতে থলে?
অফিসের মেলা কাজ যেতাম না হলে।
প্রিয়, শপিংমলে যাব সময় কি হবে?
প্রিয়ে, ব্যাগ ধরলে পরে হাতে ব্যথা পাবে।
মাতা কয় ঘুরতে নিবি মোরে এক দিন,
বায়না ধরতিস যে আগে ঘুরতে কত দিন।
আমি ছোট্ট নই আজ সিনেমায় যাব,
রাত্রিতে ভাত রেঁধো না বন্ধু সনে খাব।
মা দিবসে ছার পোস্ট মাকে ভালোবাসি।
রুগ্ণ মাতা বলে খোকা জ্বরটা বড় বেশি।
জ্বর কাহার না হয়, কেন শুয়ে থাকো?
কাজের কাজ না করে বড্ড বেশি বকো।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৮+৬
লয় – ধীর
ছন্দের নাম – অক্ষরবৃত্ত

Add to favorites
561 views