ছোট্ট কুটির -
Ajmery
Published on: অক্টোবর 31, 2017
কোন এককালে বেঁধেছিলো তাঁরা মনেতে মন,
ছোট্ট দুটি পাখি, চোখ জুড়েছিল কতইনা স্বপন।
কিচিরমিচির, গুণগুনিয়ে গড়াতো কতশত বেলা,
হাজার অভিমানেও থেকে যেত ভালোবাসার মেলা।
শীত পেরিয়ে কোকিল আর ফুলেরা জমায় আসর,
অতঃপর পাখি দুটি সাজালো তাদের স্বপ্নের বাসর।
ছোট্ট কুটিরে তুমিতে আমিতে এক মায়া জাল বিছালো
তুমি, আমি মিলে আমাতে থেকে আমরায় পরিণত হলো।
একটি,দুটি,তিনটি থেকে পাঁচেতে এলো আমরা,
ছোট্ট কুটির ছোটই আছে শুধু বড় হল কামরা।
হাঁটিহাঁটি পা পা বকুল তলায় কতই না ফুল কুড়াতো,
এক্কাদোক্কা, কানামাছিতে বিকেল তাদের ফুরাতো।
রাত্রি এলে কুটির জুড়ে নেমে আসতো জোনাকির গল্প,
চরকা কাটা চাঁদের বুড়িও আসতো অল্প স্বল্প।
ডানার নিচে মুখ লুকিয়ে কতগুলি নিষ্পাপ চোখ,
আদরে আদরে বেড়ে ওঠে সুখ পাখি,নেই দুঃখ-শোক।
তারা দু’জনায় দু’জনাতে নয় মিলে হলো ক’জনে
ছোট ছোট মুখের কলরবে সরব হয়ে ওঠে বিজন বনে।
ধীরেধীরে সময়ের চাকা ঘুরে কুঁড়ি গুলি গাছে পরিণত হলো,
হেমন্তের শেষে যে পাতা ঝরার দিনও চলে এলো।
ছোট ছোট পাখি গুলি উড়তে শিখেছে মেলেছে ডানা,
উড়ে চলে যায় দূরে বহুদূর,ঘরে ফিরতে চায় না।
কামরা গুলো নিঃস্ব বড়,ভালোবাসা মুখশের আড়ালে,
একই ছাদের নিচে কাছাকাছি তবু নিশ্বাসের দূরত্ব বাড়ে।
কুটির আজ শুন্য, কেবল পাখি দুটি রয়েছে পড়ে,
থরে থরে সাজানো মায়ার জন্য কেবলই অশ্রুঝরে।

Add to favorites
759 views