ছড়া: আতা -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 3, 2021
আতা
জান্নাতুল ফীরদাউসী
মিষ্টি স্বাদের আতা ফল,
দেখলে আসে জিভে জল।
পুষ্টিগুনের নেই তো শেষ,
খেলেই ব্রেইন চাঙ্গা বেশ!
কালে কালে নিখোঁজ প্রিয় আতা,
তবুও জাতি ঘুমে, দিয়ে গায় কাঁথা!
আলাভোলা ঘুমন্ত জাতি জাগো,
আতা গাছ খুঁজতে, আজি লাগো!
প্রত্যেকের ছোট – বড় ফলবাগে
একটি আতা গাছ লাগাও আগে!
আগামীর শিশুরা বাগে পাক আতা,
মজার ফলে জুড়াক নয়নের পাতা!

Add to favorites
514 views